আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১২:০১
ভিভোর ১০ জিবি র্যামের ফোন
প্রথম বাংলাদেশ ডেস্ক
এবার ১০ জিবি র্যামের ফোন আনছে ভিভো। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এর মডেল ভিভো এক্স ২৩। এটা ভিভোর এক্স ২১ এর নতুন সংস্করণ।
চীনের জনপ্রিয় একটি ব্লগ পোস্টে ভিভো এক্স ২৩ এর তথ্য ফাঁস করা হয়েছে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির ডিসপ্লে হতে পারে ৬ ইঞ্চির বেশি। এর অ্যাসপেক্ট রেশিও হবে ১৯.৩:৯।
এই বছরের শেষের দিকে ভিভো এক্স ২৩ বাজারে আসতে পারে।