logo
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১৩:১৯
নাইজেরিয়ায় কলেরায় ২৮ জনের মৃত্যু
প্রথম বাংলাদেশ ডেস্ক

নাইজেরিয়ায় কলেরায় ২৮ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কানো প্রদেশে গত সাত মাসে কলেরায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির এক কর্মকর্তা একথা জানান।

স্বাস্থ্য বিষয়ক স্টেট কমিশনার কাবিরু গেতসো কানো নগরীতে সাংবাদিকদের বলেন, প্রদেশটির স্থানীয় সরকারের আওতাধীন ৩৩টি এলাকায় চার শ জন তীব্র পানিবাহিত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ৫০ জনের স্বাস্থ্য পরীক্ষার পর কলেরায় আক্রান্ত বলে নিশ্চিতভাবে জানা গেছে।

তিনি আরো জানান, কলেরায় আক্রান্ত ৫০ জনের মদ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। কাবিরু বলেন, প্রদেশের পক্ষ থেকে এই মহামারী ঠেকাতে বেশ কয়েকটি নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, পদক্ষেপগুলোর মধ্যে মহামারী প্রবণ সকল এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি কারো বমি অথবা ডায়রিয়া হচ্ছে কিনা তারও সন্ধান চালানো হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com