logo
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১৩:২৬
টানা বৃষ্টিতে কচি বিমানবন্দর বন্ধ ঘোষণা
প্রথম বাংলাদেশ ডেস্ক

টানা বৃষ্টিতে কচি বিমানবন্দর বন্ধ ঘোষণা

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে ভারতের কেরালা রাজ্যের কোচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত বিমানবন্দরটিতে সকল প্রকার ফ্লাইট ওঠা নামা বন্ধ থাকবে।

পেরিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিমানবন্দর এলাকার কাছাকাছি চলে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দেশটির কয়েকটি রাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। পেরিয়ার নদী পানি বাড়া এখনো অব্যাহত রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। 

বৃষ্টির অতিরিক্ত পানি দ্রুত সরে যাওয়ার জন্য ইদকু জলাধারের দু’টি গেট খুলে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যটিতে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। গত ৮ আগস্ট থেকে এখন পর্যন্ত ভারী বৃষ্টি ও বন্যায় কেরালা রাজ্যে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com