আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১৪:৪১
শোক দিবসে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবসে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। বুধবার সকালে প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরোহিত।
সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত গীতা পাঠ ও আরতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ বিশেষ প্রার্থনা।
এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মাসহ ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত সবার আত্মার শান্তি কামনা করা হয়।
এসসময় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।