১৫ জন জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলীকে ডিঙিয়ে পদোন্নতি দেয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিরুদ্ধে। জানা গেছে, ২০১৪ সালের ২ মার্চ সংস্থাটির নির্বাহী প্রকৌশলীদের বেতন-ভাতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে একটি তালিকা প্রণয়ন করা হয়। ডিপিডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত দাফতরিক সেই আদেশে মোট ৫০ জন নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে মৃত ও অবসরপ্রাপ্তদের বাদ দিয়ে বাকি ৩০ জনের তালিকা তৈরি করা হয়।
চলতি বছর নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতির জন্য ডিপিডিসির পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে একটি পদোন্নতি ও পদায়ন বোর্ড গঠন করা হয়। ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে সভাপতি করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। সেখানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, পিডিবির সদস্য ও বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষককে সদস্য রাখা হয়। নির্বাহী প্রকৌশলীদের দুই ধাপে মৌখিক পরীক্ষা নেয়ার পর ১২ জনকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতির সুপারিশ করে কমিটি।
সম্প্রতি ডিপিডিসির বোর্ড সভায় তালিকাটি অনুমোদিত এবং পরবর্তীতে তালিকাটি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই অভিযোগ ওঠে যে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, নতুন তালিকায় ডেমরা এনওসিএস এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যাকে পদায়ন করা হয়েছে ২০১৪ সালের জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ছিল ১৮ নম্বরে। লালবাগ এনওসিএস এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যাকে পদায়ন করা হয়েছে জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ছিল ১৯ নম্বরে। মগবাজার এনওসিএস এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যাকে দায়িত্ব দেয়া হয়েছে জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ২০ নম্বরে। এছাড়া বিতরণ (পরিকল্পনা) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যাকে পদায়ন করা হয়েছে জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান ছিল ২৫ নম্বরে।
পদোন্নতি বঞ্ছিত এবং জ্যেষ্ঠতার তালিকায় নাম থাকা কয়েকজন অভিযোগ জানিয়ে বলেন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি দেয়া হয়েছে। প্রায় ১৫ জনকে সুপারসিড করে পদোন্নতি করা হয়েছে। অভিযোগের সত্যতা জানতে কমিটির সদস্য ও ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রশাসন) আবু তাজ মো. জাকির হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে সংশ্লিষ্টরা বলেছেন, জ্যেষ্ঠতা নয়, মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি ও পদায়ন কমিটি ৩০ জন নির্বাহী প্রকৌশলীর ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়েছেন সেখান থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।