logo
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১৮:২৫
বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা

দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

অন্যদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত ৩১ জুলাই ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দায়িত্ব দেয়া হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com