logo
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১৯:০৪
ছয় তলা থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের
নিজস্ব প্রতিবেদক

ছয় তলা থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় ছয় তলা ভবনের বারান্দা থেকে পড়ে দুইজন রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। তারা হলেন- আক্তারুজ্জামান (৩৫) ও হাবিবুর রহমান (৫০)। বুধবার বিকালে এই ঘটনা ঘটে।

মৃতদের সহকর্মী চাঁনমিয়া জানান, বিকাল সাড়ে চারটার দিকে কসাইবাড়ি এলাকার একটি ছয় তলার বাড়ির বারান্দায় টেবিলের উপরে দাঁড়িয়ে রঙের কাজ করছিলেন তারা। ওই সময় পা পিছলে তারা দুইজন নিচে পড়ে যান। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

মৃত আক্তারুজ্জামান ময়মনসিংহের সদর থানার হরমুজ তালুকদারের ছেলে। আর হাবিবুর রহমানের গ্রামের বাড়ি মাদারীপুরে। তারা দুইজনেই দক্ষিণখানে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশই জরুরি বিভাগের মর্গে রয়েছে। তাদের পরিবারের সদস্যরা এলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com