logo
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ২০:৪৬
কাবুলে কোচিং সেন্টারে বোমা বিস্ফোরণ, নিহত ৪৮
প্রথম বাংলাদেশ ডেস্ক

কাবুলে কোচিং সেন্টারে বোমা বিস্ফোরণ, নিহত ৪৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪৮ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে বুধবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

পুলিশ বলছে, ক্লাস চলাকালীন অবস্থায় একজন আত্মঘাতী বোমা হামলাকারী হেঁটে সেখানে প্রবেশ করে ও বোমার বিস্ফোরণ ঘটায়।

নিহতদের অধিকাংশ কিশোর। ভার্সিটি ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে কোচিং করছিল।

তালেবান এই হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তানে শিয়া সম্প্রদায় প্রায়ই ইসলামিক স্টেট(আইএস) জঙ্গিদের টার্গেট হয়ে থাকেন ধর্মীয় মতপার্থক্যের কারণে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com