logo
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ২১:০৯
ইয়াবাসহ পুলিশের হাতে ধরা সমবায় কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

ইয়াবাসহ পুলিশের হাতে ধরা সমবায় কর্মকর্তা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল সোবহানকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে আরও কয়েকজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক  বলেন, 'দুপুরে অভিযান চালিয়ে লৌহজংয়ের উপজেলা সমবায় কর্মকর্তা সোবহানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এর মধ্যে ওই কর্মকর্তার কাছ থেকে বেশ কয়েকটি পিস ইয়াবা পাওয়া গেছে। তবে তিনি সেবনের উদ্দেশ্যে সেগুলো রেখেছিলেন বলে জানা গেছে।’

সরকারি এই কর্মকর্তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com