logo
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ২৩:২৬
খিলগাঁওয়ে বিদেশি মদ-বিয়ারসহ একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

খিলগাঁওয়ে বিদেশি মদ-বিয়ারসহ একজন গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ের বিশ্বরোডে একটি প্রাইভেট কার থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ মদ ও বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. মনির হোসেন (৪০)।

আজ বুধবার সকালে মনির হোসেনকে আটকের সময় তার কাছ থেকে ২৩০ ক্যান বিয়ার, ৫৪ বোতল মদ (হুইস্কি ৩০ বোতল, ভদকা ১২ বোতল ও টাকিলা ১২ বোতল) জব্দ করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৩ এর একটি দল আজ সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনের সড়কে চেকপোস্ট বসায়। চেকপোস্টের দায়িত্বরত র‌্যাব সদস্যরা একটি গাড়িকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করেন চালক। পরে আটক গাড়িটি তল্লাশি আমাদানি নিষিদ্ধ বিয়ার ও মদ উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ  টাকা বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাড্ডা গ্রামের মৃত আরব আলীর ছেলে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com