logo
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮ ০৯:১৯
রেলওয়ে প্রথম সিওপিএস নারী কর্মকর্তা রাশিদা সুলতানা
প্রথম বাংলাদেশ ডেস্ক

রেলওয়ে প্রথম সিওপিএস নারী কর্মকর্তা রাশিদা সুলতানা

বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা অফিসারকে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

গত রোববার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শফিক স্বাক্ষরিত এক আদেশে পরিচালক (ট্রাফিক) মোছা: রশিদা সুলতানা গনিকে পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদায়নকৃত পদে বদলি করা হয়েছে।

বর্তমানে রশিদা সুলতানা বাংলাদেশ রেলওয়ের পরিচালক (পরিবহন) ছাড়াও অতিরিক্ত পরিচালকের (জনসংযোগ) দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

৩০ এপ্রিল তিনি চট্টগ্রামে তার নতুন কর্মস্থলে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন।

জানা গেছে, পুরো (পূর্বাঞ্চল) রেলওয়ের অপারেশনাল যত কার্যক্রম দেখভালের দায়িত্ব সিওপিএসের ওপর ন্যস্ত থাকে। যা তিনি দক্ষতার সঙ্গে করতে পারবেন বলে আশাবাদী তিনি।

১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ রেলওয়েতে ১৩তম বিসিএস-এর মাধ্যমে এটিএস প্রবেশানার (ট্রাফিক) হিসেবে যোগদান করেন রশিদা সুলতানা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com