logo
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮ ১০:৫৯
সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শুক্রবার বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), তার তিন মেয়ে সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)।

সৌদি প্রবাসী সাংবাদিক সাগর চৌধুরী জানান- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সৌদি প্রবাসী মশিউর রহমান  পরিবার নিয়ে তায়েফে অবকাশ যাপনের উদ্দেশ্যে বের হন। পথে জেদ্দায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় তিন কন্যাসহ মশিউর রহমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার স্ত্রী ও ছেলে।

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com