logo
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮ ১১:১৩
‘মার্কিন সৃষ্ট সংকটে তুরস্ক আরও শক্তিশালী হবে’
প্রথম বাংলাদেশ ডেস্ক

‘মার্কিন সৃষ্ট সংকটে তুরস্ক আরও শক্তিশালী হবে’

যুক্তরাষ্ট্রের সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে তুরস্কের অর্থবাজার আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক।

বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন তিনি। সম্মেলনে বিদেশি ছয় হাজার বিনিয়োগকারী অংশ নেন।

তুর্কি অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তার দেশ চলমান সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

আলবায়রাক জানান- চীন, রাশিয়া ও জার্মানির মতো দেশের সহযোগিতায় তুরস্ক নিষেধাজ্ঞার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেবে। খবর পার্সটুডের।

তুরস্কের অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশ এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলা করছে। তবে ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত।

মার্কিন পাদ্রী অ্যান্ড্রু ব্রানসনকে আটকের ঘটনায় তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। এর জের ধরে ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন এবং আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে মার্কিন পণ্যেও পাল্টা শুল্ক আরোপ করেছে তুরস্ক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com