logo
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮ ১৩:০৯
ট্রেনে স্বস্তি, সড়কে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক

ট্রেনে স্বস্তি, সড়কে ভোগান্তি

পবিত্র ঈদুল আজহার আর মাত্র পাঁচ দিন বাকি। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পানে ছুটতে শুরু করেছে মানুষ। সড়ক-নৌপথ ও ট্রেনে করে গ্রামের বাড়িতে যাচ্ছে মানুষ। কিন্তু এই যাত্রা ট্রেনযাত্রীদের জন্য অনেকটা স্বস্তিও হলেও সড়কপথের যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় সড়কপথে যাওয়া যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

শুক্রবার ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কিছুটা স্বাভাবিক হয়ে এলেও বাকি দুই মহাসড়কে এখনো যানজটে আটকে আছে বহু গাড়ি।

জানা গেছে, ভোর থেকে মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। মহাসড়কে বেহাল দশার কারণে ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগআলী, কলেজ গেইট, গাজীপুরা, বড়বাড়ি, বোর্ডবাজার ও আশপাশের এলাকায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।  এছাড়া চালকদের ওভারটেকিং প্রবণতার কারণেও যানজট তীব্র আকার ধারণ করেছে। ট্রাফিক পুলিশের শতাধিক সদস্য বিভিন্ন পয়েন্টে কাজ করছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা থেকে চন্দ্রা ও আশপাশের এলাকায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। সড়কে পণ্য ও পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়া এবং খাড়াজোড়া এলাকায় একটি ট্রাক বিকল হওয়ায় এই মহাসড়কে সকাল থেকে যানজট সৃষ্টি হয়।

একই দশা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কেও। ঈদ উপলক্ষে ভোর থেকে ঘরে ফেরা মানুষের প্রচুর ভিড় ও যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন চলছে ধীরগতিতে।

এরই মধ্যে সকাল সাড়ে সাতটায় সোনারগাঁর মেঘনা সেতুতে সিমেন্টবোঝাই একটি ট্রাক বিকল হয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাখানেক যানজটের সৃষ্টি হয়। পরে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল অনেকটা স্বাভাবিক হতে থাকে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে মহাসড়কের ঢাকামুখী ১৬ কিলোমিটার আর চট্টগ্রামগামী ২০ কিলোমিটার যানজট রয়েছে। শুক্রবার ভোর থেকে সোনারগাঁ চৌরাস্তা থেকে দাউদকান্দির হাসানপুর পর্যন্ত এ যানজট অব্যাহত রয়েছে। পুলিশ জানায় গত মঙ্গলবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই যানজট চলে আসছে। ঈদে ঘরমুখী মানুষের চাপে যানজট এই তীব্র আকার ধারণ করেছে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

মহাসড়কে ঠিক উল্টে চিত্র দেখা গেছে রেলপথে। ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে প্রথম যে দিনের আগাম টিকেট বিক্রি করেছিল, সেই ট্রেন যাত্রা শুরু হয়েছে আজ থেকে। আর যাত্রার প্রথম দিনেও দু একটি ট্রেন ছাড়া প্রায় অধিকাংশ ট্রেন সময়মতো স্টেশন ছেড়েছে। ভোর পাঁচটায় প্রথম ঈদের ট্রেন ছেড়ে যাওয়ার মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়। এর ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে না ট্রেনে করে ঘরমুখো উচ্ছ্বসিত মানুষদের।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com