logo
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮ ১৫:০৯
দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে ফের জেরা পুলিশের
প্রথম বাংলাদেশ ডেস্ক

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে ফের জেরা পুলিশের

দুর্নীতির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গুরুতর এই অভিযোগের তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো।

শুক্রবার পুলিশের দুটি গাড়ি নেতানিয়াহুর বাসভবনে প্রবেশ করে। সে সময় নেতানিয়াহুর বাসভবনের বাইরে বেশ কয়েকজন বিক্ষোভকারী তাকে উদ্দেশ্য করে 'দুর্নীতিমন্ত্রী' বলে স্লোগান দিতে থাকে। খবর হুররিয়াত ডেইলির।

কয়েকমাস ধরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইসরায়েল পুলিশ। তার বিরুদ্ধে একটি সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা ও উপহার হিসেবে অর্থ নেয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ গঠনেরও সুপারিশ করা হয়।

প্রাথমিক তদন্তে বলা হয়, তেল আবিবের একটি পত্রিকার প্রকাশককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন নেতানিয়াহু। এর বিনিময়ে সংবাদপত্রটির প্রতিদ্বন্দ্বী পত্রিকাকে কোনঠাসা করতে সহায়তা করবেন বলে প্রস্তাব দিয়েছিলেন তিনি।

আকেরটি অভিযোগে বলা হয়, সুবিধা দেয়ার বিনিময়ে এক ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার ডলার মূল্যের উপহার সামগ্রী নিয়েছিলেন নেতানিয়াহু। পুলিশ বলছে, এসব অভিযোগের যথেষ্ট প্রমাণ আছে তাদের কাছে।

ঘুষ ও দুর্নীতির দুটি ঘটনায়, আগেই নেতানিয়াহুকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী। আগামী বছরের সাধারণ নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন তিনি। নেতানিয়াহুর অভিযোগ প্রমাণিত হলেও এর বিচারে কয়েক মাস থেকে কয়েক বছর লাগতে পারে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com