logo
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮ ১০:৩০
সন্তানদের স্বাভাবিক জীবন চান কাজল
প্রথম বাংলাদেশ ডেস্ক

সন্তানদের স্বাভাবিক জীবন চান কাজল

বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী কাজল দেবগন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে তার কাছে বর্তমানে অভিনয়ের চেয়েও বড় হলো তার দুই সন্তান যুগ-নাইসার স্বাভাবিক জীবন দেয়া।

স্বামী অজয় দেবগন ও তার মত তাদের সন্তানদের ওপর সব সময় নজর থাকে পাপারাৎজিদের। অল্প বয়সে যেন এই চাপ তাদের ওপর না পড়ে সেজন্য যথাসাধ্য চেষ্টাও করে যাচ্ছেন কাজল। নতুন সিনেমা 'হেলিকপ্টার ইলা' এর প্রচারে এসে এমন কথা জানান তিনি।

কাজলের সন্তানরা কিভাবে পাপারাৎজিদের সামলায়? এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, 'মা হিসেবে কখনও চাই না, এই অপরিণত বয়সে ছেলেমেয়েকে মিডিয়া সামলাতে হোক। এই বয়সে ওদের অন্য দিক সামলাতে হয়।'

তিনি বলেন, 'আমরা এই পেশাকে বেছে নিয়েছি। তবে আমাদের সন্তানদের এটা বুঝতে সময় লাগে যে, কেন সব সময়ে ক্যামেরা তাদের ধাওয়া করছে।'


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com