রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৭ সদস্যসহ ৭৯ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়।
এছাড়া আটকদের মধ্যে ছয় মাদক কারবারি, আটজন জালনোট ব্যবসায়ী ও আটজন ছিনতাইকারি চক্রের সদস্য রয়েছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ। অভিযানের সময় ৭৫ লাখ জাল টাকা, ৬১ হাজার ইয়াবা ও ১২টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
আটকদের সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পৌনে একটার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে মোবাইলের ওই খুদেবার্তায় জানানো হয়েছে।