logo
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮ ১৬:২৯
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
প্রথম বাংলাদেশ ডেস্ক

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই। শনিবার সুইজারল্যান্ডে ৮০ বছর বয়সী কফি আনান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কাজ করছিলেন। আন্তর্জাতিক কূটনীতিক ও কফি আনান ফাউন্ডেশনের বরাত দিয়ে এ  খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

কফি আনানের দুজন ঘনিষ্ট সহকারী রয়টার্সকে জানায়, সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শনিবার প্রথম প্রহরে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি।

কফি আনান ফাউন্ডেশন জানায়, অল্প সময় অসুস্থ থাকার পর শনিবার তিনি শান্তিপূর্ণভাবে ইহলোক ত্যাগ করেন। 

১৯৩৮ সালে ঘানায় জন্ম নেয়া কফি আনান জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান, যিনি ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। কর্মী হিসেবে জাতিসংঘে যোগ দিয়ে তিনিই প্রথম সংস্থাটির শীর্ষ পদে আসীন হয়েছিলেন।

পরে তিনি সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করেন। সিরীয় যুদ্ধ অবসানে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য নেতৃস্থানীয় প্রচেষ্টা চালিয়েছেন তিনি।

জাতিসংঘ অভিবাসন সংস্থা টুইটারে লিখেছে, আজ আমরা এক মহৎ প্রাণ, নেতা ও স্বপ্নদর্শী মানুষ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে হারানোয় শোকাচ্ছন্ন।

২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারস’র প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি। ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com