logo
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮ ১৬:৫৭
এলো সাইমন-অধরার ‘মাতাল’ ছবির টিজার
প্রথম বাংলাদেশ ডেস্ক

এলো সাইমন-অধরার ‘মাতাল’ ছবির টিজার

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে নবাগত নায়িকা অধরা খান অভিনীত চলচ্চিত্র ‘মাতাল’। ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। শনিবার রাতে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ছবিটির টিজার। এখানে দেখা যাচ্ছে ছবিটির চমকপ্রদ কিছু দৃশ্য। অ্যাকশন, রোমান্স ও ছবির কাহিনীর ছোঁয়া পাওয়া যাচ্ছে টিজারে।

ছবিটির নায়ক সাইমন সাদিক বলেন, ‘ অনেক পরিশ্রম করেছি ছবিটির জন্য। শাহীন সুমন ভাই বড় বাজেটে সফল ছবির পরিচালক হিসেবে পরিচিত। তার ছবি ঈদে সবসময়ই ভালো ব্যবসা করেছে। তার মতো নির্মাতার ছবিতে ঈদের নায়ক হয়ে হাজির হতে পারাটা অনেক বেশি আনন্দের। অধরা নতুন, কিন্তু ভালো কাজ করেছেন। অভিষেকের অপেক্ষায় সে। তার জন্য শুভকামানা থাকলো।’

ছবিটির নায়িকা অধরা খান বললেন, ‘আমি খুবই আনন্দিত ঈদের ছবিতে নায়িকা হিসেবে আমার অভিষেক ঘটবে। ঈদের মতো একটি বড় উৎসবে দর্শকদের সামনে হাজির হতে পারাটা সৌভাগ্যের বিষয়। এটা অবশ্যই আমার জন্য বিশাল পাওয়া। শাহীন সুমন ভাই আমাদের দেশীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্র পরিচালক। উনাকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। প্রথম ছবির নায়ক হিসেবে সাইমন সাদিককে পাওয়াটাও আনন্দের। আশা করছি আমাদের অভিনয় মন ভরাবে সবার।’

সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত এই ছবিটি নির্মিত হয়েছে ত্রিভূজ প্রেমের গল্পে। এর চিত্রনাট্য করেছেন দেলওয়ার হোসেন দিল।সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইমন ও অধরা। ঈদে মুক্তির মিছিলে থাকা ছবিটির প্রচারণা চলছে সমান তালে। প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার। পোস্টারে বোতল আকৃতির নামলিপিও আলাদাভাবে নজর কেড়েছে দর্শকের। পোস্টারে অধরা ছাড়াও রয়েছেন সাইমন সাদিক, মিশা সওদাগর, শিপন মিত্রসহ আরো অনেকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com