logo
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮ ১৩:৩৬
লন্ডনে দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী গ্রেপ্তার
প্রথম বাংলাদেশ ডেস্ক

লন্ডনে দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী গ্রেপ্তার

ভারতের অন্যতম মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী জাবির মোতিকে লন্ডনে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। গত শুক্রবার লন্ডনের হিলটন হোটেল থেকে তাকে গ্রেপ্তার করলেও রবিবার এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। ব্রিটিশ পুলিশের বরাত দিয়ে এখবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যমের খবর বলা হয়, লন্ডনে দাউদের আর্থিক লেনদেনের হিসেবরক্ষক হিসেবে কাজ করত জাবির৷ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা থেকে আসা দাউদের আর্থিক লেনদেন দেখত সে৷ পাশাপশি মাদক পাচার, বেআইনি অস্ত্র পাচারের দিকটিও দেখাশুনা করত জাবির। দাউদের স্ত্রী মেহেজবিনের সঙ্গে যোগাযোগ ছিল জাবিরের৷

দাউদের ডি কোম্পানির বিদেশের ব্যবসার পুরোটাই দেখত জাবির৷ দাউদের ঘনিষ্ঠ মহলে জাবির মোতি জাবির সিদ্দিকি নামে পরিচিত৷ পাকিস্তানের নাগরিক জাবির ইব্রাহিমের ডি কোম্পানির প্রধান হিসাব রক্ষক ছিল৷ মাদক পাচারের পাশাপাশি বেশ কয়েকটি অপহরণ, ব্যাংক লুটের মামলাও রয়েছে জাবিরের বিরুদ্ধে৷


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com