logo
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮ ১৯:২৯
সংসদের ২২তম অধিবেশন ৯ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক

সংসদের ২২তম অধিবেশন ৯ সেপ্টেম্বর

চলমান জাতীয় সংসদের ২২তম অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু হবে। ওইদিন বিকাল ৫টায় বসবে অধিবেশন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রোববার এ অধিবেশনের আহ্বান করেন।

চলমান সংসদের এটিই হতে পারে শেষ অধিবেশন। কারণ জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য নভেম্বরে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

এ অধিবেশন কত দিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে এই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের ২১তম অধিবেশন ১২ জুলাই শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল ২৫টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশেন আহ্ববানের বাধবাধ্যকতা রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com