logo
আপডেট : ২০ আগস্ট, ২০১৮ ১৭:২৮
বংশালে ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক

বংশালে ছুরিকাঘাতে যুবক নিহত

পুরান ঢাকার বংশাল এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তির ছুরিকাঘাতে মো. আবদুল গফুর (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গাউছিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।

বংশাল থানার উপপরিদর্শক শেখ আলাউদ্দিন জানান, গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ওই যুবক আবদুল গাফফারের পেটে ছুরি মেরে পালিয়ে যায়। এ ঘটনায় সাকিব নামের আরেক যুবক আহত হন। পরে তাদের দুজনকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে মারা যান আবদুল গাফফার।

আবদুল গাফফার পুরান ঢাকার বংশাল থানার সাতরওজা এলাকায় তার বাবার সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম মোহাম্মদ আলী।

এ ঘটনায় একজনকে আটক করা হলেও তার নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি পুলিশের ওই কর্মকর্তা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com