logo
আপডেট : ২০ আগস্ট, ২০১৮ ১৭:৩৩
মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় পাঠাওয়ের চালক নিহত
নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় পাঠাওয়ের চালক নিহত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অ্যাপভিত্তিক পরিবহনসেবা পাঠাওয়ের একজন চালক নিহত হয়েছেন। তার নাম  মো. সোহেল পারভেজ (৩০)।

আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, আজ সকাল পৌনে নয়টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ ঢাকা উদ্যান ভাঙ্গা মসজিদের পাশে একটি ট্রাক ধাক্কা মারে সোহেলকে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল পারভেজ তার পরিবারের সঙ্গে হাজারীবাগের টালী অফিসের কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার তাব্বিত নামের সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার সদর থানার পাড়া গ্রামের মো. ওয়াহিদুর রহমানের ছেলে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাঈনুল ইসলাম বলেন, পুলিশ  ট্রাকটি আটক করলেও তার চালক পালিয়ে গেছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com