logo
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮ ১৬:৩১
আড়াই কোটি টাকার অ্যাপল কম্পিউটার
প্রথম বাংলাদেশ ডেস্ক

আড়াই কোটি টাকার অ্যাপল কম্পিউটার

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত কম্পিউটার নিলামে উঠছে। এর প্রত্যাশিত দাম হতে পারে আড়াই কোটি টাকা।

কিন্তু স্টিভ জবসের ব্যবহৃত, পুরনো কম্পিউটারের দাম এত কেন? একটাই কারণ, এটি একটি অরিজিনাল অ্যাপল-১ কম্পিউটার, ১৯৭৬ সালে তৈরি করেছিলেন স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক। কম্পিউটারটি আজও সচল রয়েছে।

অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটার ছিল এই অ্যাপল-১ সিরিজের কম্পিউটারগুলো। পৃথিবীর একেবারে প্রথম যুগের পার্সোনাল কম্পিউটারগুলির মধ্যে একটি ছিল এই অ্যাপল-১ কম্পিউটার। 

সেই সিরিজের একটি কম্পিউটারই তোলা হচ্ছে নিলামে। মডেলটি 'বাইট শপ স্টাইল অ্যাপল-১ নামে পরিচিত'।

ক্যালিফোর্নিয়ার বাইট শপের জন্যই আলাদা করে ২০০টি এরকম কম্পিউটার তৈরি করেছিলেন জোবস ও ওজনিয়াক।

নিলাম সংস্থা আরআর অকশন জানিয়েছে চলতি বছরের জুনে কম্পিউটারটিকে সারিয়ে কাজ করার মতো অবস্থায় আনা হয়। কম্পিউটারটি রিস্টোর করার দায়িত্বে ছিলেন অ্যাপল-১ কম্পিউটার বিশেষজ্ঞ কোরি কোহেন।

কোহেন কম্পিউটারটির একটি কন্ডিশন রিপোর্টও দিয়েছেন। তার মতে এটি এখনও ১০ ও ৮.৫ নম্বর পাওয়ার মতো অবস্থায় আছে। 

তার পরীক্ষায় টানা ৮ ঘন্টা সফল ভাবে চলেছে কাজটি। তিনি জানিয়েছেন এই মেশিনটি দেখলে বোঝা যায় সেই সময়ও অ্যাপল সংস্থার হাতে পৃথিবীতে তৈরি অন্যতম সেরা মেশিন ছিল। আজকের দিনে এই কম্পিউটারটি হয়ত কারোর কাজে লাগবে না, কিন্তু সংগ্রাহকদের জন্য এটি অবশ্যই একটি বিরল সংযোজন। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com