logo
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ১২:০৬
র‍্যাকারে ব্যর্থ, নারায়ণগঞ্জ থেকে আনা হচ্ছে ক্রেন
নিজস্ব প্রতিবেদক

র‍্যাকারে ব্যর্থ, নারায়ণগঞ্জ থেকে আনা হচ্ছে ক্রেন

রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়কে একটি লরির মালামাল পড়ে যাওয়ায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৯টায় খিলক্ষেত থেকে উত্তরা যাওয়ার সড়কের ডান পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারসাম্য রক্ষা করতে না পেরে হঠাৎ করেই লরির একটি অংশের মালামাল পড়ে যায়। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ না হলেও কিছুটা সমস্যা হচ্ছে। লরিটির গায়ে লেখা রয়েছে, পদ্মা সেতুর মালামাল বহনের কাজে নিয়োজিত।

খিলক্ষেত থানা বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই ঘণ্টায় কেন লরিটি সরিয়ে নেয়া সম্ভব হয়নি, জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এর ওজন ২৫ টন, একে সরিয়ে নেয়ার সক্ষমতা পুলিশের র‍্যাকারের নেই। এটিকে সরিয়ে নিতে ক্রেন প্রয়োজন। নারায়ণগঞ্জ থেকে পুলিশের ক্রেন আনা হচ্ছে।

বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লরিটি রাস্তায় পড়ে ছিল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com