logo
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ১২:১৭
মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
প্রথম বাংলাদেশ ডেস্ক

মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি

অভাবের তাড়নায় নয়, মোবাইল ফোন কিনতে ছয় সপ্তাহের কোলের শিশুকে বিক্রি করে দিলেন এক নাইজেরিয়ান মা। স্থানীয় পুলিশ অভিযুক্ত মা (২৩) মিরাকেল জনসনকে গ্রেফতার করেছে। পরে অবশ্য তিনি সন্তান বিক্রি করায় অনুতপ্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

২ লাখ নাইরার বিনিময়ে একটি অনাথ আশ্রমের কাছে সন্তানকে বিক্রি করেন মিরাকেল জনসন। এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছে স্থানীয় পুলিশ। জেরা করার পর জনসন দাবি করেছেন, সন্তানকে বিক্রি করার জন্য তাকে প্ররোচিত করা হয়েছিল। তার এক বন্ধু ওই অনাথ আশ্রমটি চালায়। ওই বন্ধু জানায় সন্তানকে বিক্রি করে ওই টাকায় স্বামীর ব্যবসা শুরুর কাজে লাগাতে অথবা স্বামীকে মোটরসাইকেল কিনে দিতে কিংবা নিজের জন্য দামী মোবাইল ফোন কিনতে।

পুলিশের জেরায় দুই সন্তানের মা মিরাকেল জনসন আরও জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন। তার স্বামী কোনও কাজ করেন না। স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ তিনি। এমনকী তিনি মোবাইল ফোনও কিনতে চাননি। যদিও স্ত্রীর বক্তব্যের ভিন্নমত পোষণ করেছেন স্বামী। তাকে জেরা করা হলে সে জানায়, জনসনকে সন্তান বিক্রি করতে বাধা দিয়েছিলেন তিনি। কিন্তু সে তার কোনও কথাই শোনেনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com