logo
আপডেট : ৩ মে, ২০১৮ ০৯:২২
খালেদার কারণে নিরপরাধ এক মহিলাকে জেল খাটতে হচ্ছে কেন?
অনলাইন ডেস্ক

খালেদার কারণে নিরপরাধ এক মহিলাকে জেল খাটতে হচ্ছে কেন?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়ার কারণে একজন নিরাপরাধ মহিলাকেও জেল খাটতে হচ্ছে। বিনা সাজায় ও বিনা কারণে কেন একজন মহিলা জেল খাটছে? এ ব্যাপারে মানবাধিকার সংগঠনগুলো কেন সোচ্চার হচ্ছে না, টু শব্দ করছে না, বুঝি না।

সম্প্রতি সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর উপলক্ষে বুধবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি হলেও তাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসা করা হচ্ছে। ওষুধ রাখার জন্য ফ্রিজ লাগবে সেই ফ্রিজেরও ব্যবস্থা করে দেয়া হয়েছে।

বিশ্বের কোন দেশে সাজাপ্রাপ্ত আসামির জন্য এত করে তা জানা নেই। প্রধানমন্ত্রী বলেন, গত দশ বছরেও বিএনপি প্রমাণ করতে পারলো না বেগম খালেদা জিয়া নিরপরাধ। এতিমের টাকা চুরি করে। এখন চিৎকার করে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর। শেখ হাসিনা বলেন, কোনো দল নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার। এটা তিনি কারও ওপর চাপিয়ে দিতে পারেন না বলে মন্তব্য করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com