logo
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ১৭:১৩
মালিবাগে প্রাইভেট কারের ধাক্কায় দুই পথচারী আহত
নিজস্ব প্রতিবেদক

মালিবাগে প্রাইভেট কারের ধাক্কায় দুই পথচারী আহত

রাজধানীর মালিবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেট কার। পরে গুরুতর অবস্থায় ওই দুই পথচারীকে প্রাইভেট কারে তুলে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন ডা. মাহিম ফয়সাল আকাশ এবং নুরুল ইসলাম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক  বলেন, ঢাকা মেট্রো গ-৩৯-৮৪৭০ নম্বরের একটিগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দেয়। পরে তাদেরকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। আহতদের কেউ মামলা করতে চাচ্ছেন না, তাদের মধ্যে মীমাংসার কথাবার্তা হচ্ছে। গাড়িটি আপাতত থানায় রয়েছে।

এ বিষয়ে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মন্ডল বলেন, আকাশের ডান পা ভেঙে গেছে এবং নুরুল মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানে তারা দুই জনই শঙ্কামুক্ত রয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com