logo
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ১৮:২০
কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে চার পুলিশ নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে চার পুলিশ নিহত

ভারতের দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে চার পুলিশ কর্মী নিহত হয়েছে। ঘটনার পর পুলিশের তিনটি একে-৪৭ রাইফেল নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে একটি গাড়ি মেরামত করতে সোপিয়ানের আরহামা ফল পট্টি এলাকায় যান কয়েকজন পুলিশকর্মী। সেই সময় আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা।

এই ঘটনার পর পরই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, গুলিতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

হামলার পর পুলিশ কর্মীদের অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীরা গা ঢাকা দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে যান। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। সন্ত্রাসীরা আশেপাশেই কোথাও লুকিয়ে রয়েছে বলে অনুমান পুলিশের।

গত সপ্তাহে কাশ্মিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আসা তিন পুলিশকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com