logo
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ১৯:২০
জুতায় মিলল ১১ কেজি সোনা
নিজস্ব প্রতিবেদক

জুতায় মিলল ১১ কেজি সোনা

জুতায় ভেতরে লুকিয়ে সোনা পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

বুধবার বিকালে র‍্যাবের কাওরান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান।

অধিনায়ক বলেন, র‌্যাবের কাছে তথ্য ছিল আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের কয়েকজন সদস্য সোনা নিয়ে ভারতে পাচারের উদেশ্যে গাবতলী বাস টার্মিনালে বাসে ওঠার জন্য অপেক্ষা করছে। এমন খবরে সেখানে ঈগল পরিবহনের সামনে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের পায়ে পরে থাকা জুতার মধ্য থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা মূলত স্বর্ণের বারগুলো ঢাকা থেকে বেনাবোল পৌঁছে দিত। সেখান থেকে চক্রের অন্য সদস্যরা সেগুলো ভারতে পৌঁছাত।

আটককৃতরা হলো-  রেজাউল (৩৫), ওলিয়ার (৫০), ওলিয়ার রহমান (৩০), ওহিদুল ইসলাম (৩৪), বিল্লাল (৩৫)।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করেন ওলিয়ার রহমান ও রেজাউল। তারা সম্পর্কে শালা দুলাভাই। দীর্ঘ ছয়মাস ধরে তারা এই কাজ করে আসছিলেন। তাদের এই দলটি রাজধানী থেকে বেনাপোলে প্রত্যেক সপ্তাহে অন্তত দুটি চালান নিয়ে যেতেন। এজন্য প্রত্যেককে ৫ হাজার টাকা এবং উপরি ২ হাজার টাকা করে দেওয়া হয়। জুতার মধ্যে থাকত ২০টি করে স্বর্ণের বার। এই চক্রের সাথে গডফাদার হিসেবে কারা কারা কাজ করত তাদের চিহিৃত করে এরইমধ্যে র‌্যাব মাঠে কাজ করছে। দ্রুত তাদের ধরা সম্ভব হবে।’

অধিনায়ক আরো বলেন, জানা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে স্বর্ণগুলো দেশে এনে সেগুলো অভিনব পদ্ধতিতে ভারতে পাচার করা হয়। স্বর্ণগুলো পরীক্ষা করে দেখে গেছে সবগুলো ২৪ ক্যারেট করে আছে। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ১৬ কোটি টাকা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com