logo
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮ ১০:২৬
বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন না সু চি
প্রথম বাংলাদেশ ডেস্ক

বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন না সু চি

রাখাইনে রোহিঙ্গাদের ওপন নিপীড়নের জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী ও অং সাং সু চিকে জাতিসংঘ ব্যর্থ হিসেবে উল্লেখ করার মধ্যে আজ থেকে নেপালে শুরু হওয়া বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন না অং সাং সু চি।

নেপালের বিমস্টেক সম্মেলনে সু চির প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট।

গত সোমবার মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর এর গঠন করা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। প্রতিবেদনে স্পষ্টভাবে মিয়ানমারের সেনাবাহিনী এবং শীর্ষ কয়েকজন জেনারেলকে দায়ী করা হয়। এছাড়া দেশটির কার্যত সরকার প্রধান অং সাং সু চিকে ব্যর্থ হিসেবে উল্লেখ করা হয়।

সোমবার প্রকাশিত হওয়া জাতিসংঘের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির শীর্ষ ছয়জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এবং বিচার হওয়া দরকার। এই প্রতিবেদনের মাধ্যমে জাতিসংঘের দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যার অভিযোগে মিয়ানমারের শীর্ষ ছয় সামরিক কর্মকর্তার বিচার হওয়া প্রয়োজন। রোহিঙ্গাদের ওপর সহিংসতা থামানোর জন্য হস্তক্ষেপ করতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র কড়া সমালোচনাও করা হয়েছে এ প্রতিবেদনে। এছাড়া, ঘটনা বিচারের জন্য বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের এ প্রতিবেদনে।

এ প্রতিবেদনে বলা হয়েছে, ‘সামরিক প্রয়োজনে নির্বিচারে হত্যা, গণধর্ষণ, শিশুদের ওপর হামলা এবং পুরো গ্রাম জ্বালিয়ে দেবার বিষয়টি কখনো সমর্থনযোগ্য হতে পারে না।’ এ প্রতিবেদনে রাখাইন অঞ্চল ছাড়াও মিয়ানমারের কাচিন এবং শান অঞ্চলের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে জাতিসংঘের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। এছাড়া বুধবার নিজেদের গঠন করা আন্তর্জাতিক তদন্ত কমিটি দিয়ে রাখাইনে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে দেশটি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com