logo
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮ ২১:১০
২ ও ৩ সেপ্টেম্বর আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক

২ ও ৩ সেপ্টেম্বর আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে

জন্মাষ্টমী ও আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।

একই সঙ্গে দূতাবাসের কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরিসহ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জন্মাষ্টমী ও আমেরিকান শ্রমিক দিবসে যথাক্রমে আমেরিকার এবং বাংলাদেশের জাতীয় ছুটির দিন। তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে।

জরুরি প্রয়োজনে তাদের ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com