logo
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮ ১১:০০
পরমাণু হামলা ঠেকানোর প্রস্তুতি নেই যু্ক্তরাষ্ট্রের!
প্রথম বাংলাদেশ ডেস্ক

পরমাণু হামলা ঠেকানোর প্রস্তুতি নেই যু্ক্তরাষ্ট্রের!

বড় ধরনের পরমাণু হামলা ঠেকাতে মোটেই প্রস্তুত নয় মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি বড় কোনো পরমাণু হামলা হলে তার পরবর্তী উদ্ধার অভিযান, চিকিৎসাসহ সংশ্লিষ্ট কাজের জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেই বিশ্বের এই প্রভাবশালী দেশের। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা তুলে ধরেছেন দেশটির বিজ্ঞানীরা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন এবং মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা) দপ্তর এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের পর এ বিষয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন সেমিনারের বিশেষজ্ঞরা।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দুর্যোগসেবা বিশেষজ্ঞ এবং সেমিনারের সহ সভাপতি টেনের ভিনেমা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি আগের চেয়ে বেড়ে গেছে বলে মত দেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী নেচার।

উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা বানানোর দাবি করেছে। উত্তর কোরিয়ার ওই হাউড্রোজেন বোমা যদি যুক্তরাষ্ট্রে নিক্ষেপ করা হয়ে তবে দেশটির বড় একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আর ওয়াশিংটন, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও আলেকজান্দ্রিয়ার মতো অঙ্গরাজ্যগুলো বিলীন হয়ে যাবে।

'নিউজ অ্যান্ড টেররিজম' নামের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বড় ধরনের পরমাণু হামলা ঠেকানোর কোনো প্রস্তুতি নেয়নি যুক্তরাষ্ট্র। বরং এই খাতে আগের বাজেটের চেয়ে অর্থ বরাদ্দ অর্ধেকে নেমে এসেছে।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্র যেসব সন্ত্রাসীদের মোকাবেলায় নজর দিয়েছে তারা সর্বোচ্চ এক কিলো টন ওজনের পরমাণু বোমা বানাতে পারে। এটি যুক্তরাষ্ট্র প্রতিরোধ করতে পারলেও উত্তর কোরিয়া যে পরমাণু বোমা বানানোর দাবি করেছে তার ওজন ১৮০ কিলো টন। যার মোকাবেলা করার মতো পর্যাপ্ত ব্যবস্থা যু্ক্তরাষ্ট্রের নেই।

বৈঠকে বক্তারা বলেছেন, যে ধরনের পরমাণু বোমার হামলা ঠেকানোর ব্যবস্থা রয়েছে এখন মার্কিন মুলুকে, তা ওজনে খুবই হালকা। ওই বোমাগুলোকে বিজ্ঞানের পরিভাষায় পরমাণু বোমা বলাও যায় না। আদতে এদের নাম- 'ডার্টি বম্ব' বা, 'রেডিওলজিক্যাল ডিজপার্সাল ডিভাইস' (আরডিডি)। এগুলো আকাশ থেকে কয়েকটি প্রচলিত (কনভেনশনাল) তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে। তার বেশি ক্ষমতা নেই ওই ডার্টি বম্বের।

বিশ্ব থেকে মোটামুটি বিচ্ছিন্ন একটি দেশ উত্তর কোরিয়া। যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে আসছে। যদিও সাম্প্রতিককালে দুই রাষ্ট্রপ্রধানের ঐতিহাসিক বৈঠকের পর সম্পর্কের কিছুটা উন্নতি হযেছিলো। তবে সেই বৈঠকের চুক্তি অনুযায়ী কাজ করছে না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে উত্তর কোরিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বলে পাল্টা অভিযোগ করেছে কিম জং উন প্রশাসন।

অনেক আগেই পরমাণু বোমা বানানোর দাবি করেছে উত্তর কোরিয়া। গত বছর তারা হাইড্রোজেন বোমা তৈরির দাবি করে। এরপরই এসব পরমাণু বোমা মোকাবেলায় আমেরিকার দুর্বলতা বহুবার প্রকাশ করেছে দেশটির বিজ্ঞানীরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com