logo
আপডেট : ৫ মে, ২০১৮ ২০:২৬
বিটিআরসির ওয়েবসাইট হ্যাকড
প্রথম বাংলাদেশ ডেস্ক

বিটিআরসির ওয়েবসাইট হ্যাকড

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে। শুক্রবার (৪ মে) দিনগত রাতে কোনো এক সময় ওয়েবসাইটটি হ্যাকড করা হয়।

‘হ্যাকেড বাই এইচএসসি ব্যাচ ২০১৮’ শিরোনামে সাইটটি হ্যাকড করে ২০১৮ সালের এইচএচসির পরীক্ষার নানা বিষয় নিয়ে সমালোচনা করা হয়। নিজেদের এইচএসসি ২০১৮ সালের ব্যাচ দাবি করে তাদের ভবিষ্যৎ নিয়ে ‌‌‘খেলতে’ মানা করা হয়।

সাইটটি হ্যাকড করে গণমাধ্যমেরও সমালোচনা করা হয়। বলা হয়, গণমাধ্যমেও তাদের সমস্যা নিয়ে লেখালেখি করা হয় না। এছাড়া তাদের বিষয় নিয়ে কোনো টক-শোও করা হয় না।

সর্বশেষ বিটিআরসির সাইটটি হ্যাকড করার জন্য দুঃখ প্রকাশ করে হ্যাকারা। সেই সঙ্গে তাদের কথা কেউ না শোনায় অসহায়ত্ব প্রকাশ করে হ্যাকড ছাড়া আর কোনো উপায় নেই বলে বলা হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাইটটি বেশ কয়েক ঘণ্টা হ্যাকড অবস্থায় থাকার পর তা আবারও পূর্বে অবস্থায় ফিরে আসে। ‘হ্যাকেড বাই এইচএসসি ব্যাচ ২০১৮’ শিরোনামে সাইটটি হ্যাকড করা হলেও কোন হ্যাকার গ্রুপ এটি করে ছিল তা স্পষ্ট করে জানানো হয়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com