আপডেট : ৩১ আগস্ট, ২০১৮ ১৫:৩৭
কাশ্মিরের প্রথম মুসলিম নারী পাইলট ইরাম
প্রথম বাংলাদেশ ডেস্ক
প্রথম কাশ্মিরি মুসলিম নারী পাইলট হয়েছেন ৩০ বছরের ইরাম হাবিব। আগামী মাসে একটি বেসরকারি বিমান সংস্থায় যোগ দেবেন তিনি।
২০১৬ সালে কাশ্মিরের প্রথম নারী পাইলট হিসেবে কাজ শুরু করেছিলেন পণ্ডিত তনভি রায়না। এ কারণে পৃথিবীর স্বর্গ হিসেবে খ্যাত এ ভারতের এ রাজ্যটির দ্বিতীয় নারী এবং প্রথম মুসলিম নারী পাইলট হলেন ইরাম। খবর টাইমস অব ইন্ডিয়ার।
লক্ষ্যপূরণের ব্যাপারে ইরাম বলেন, 'একজন মুসলিম নারী হয়ে আমি ওড়ার চেষ্টা করছি, এটা দেখে সবাই অবাক হয়ে যেত। তবে আমি নিজের লক্ষ্যে এগিয়ে গিয়েছি।'
বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার জন্য দিল্লিতে প্রশিক্ষণ নিচ্ছেন ইরাম। ২০১৬ সালে আমেরিকার নিয়ামি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।