logo
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮ ১৯:২৩
টাকা বাঁচাতে হেলিকপ্টারে অফিসে যাচ্ছেন ইমরান
প্রথম বাংলাদেশ ডেস্ক

টাকা বাঁচাতে হেলিকপ্টারে অফিসে যাচ্ছেন ইমরান

তিনি খরচ কমাতে চান। তাই প্রতিদিন গাড়ির বদলে হেলিকপ্টারে চড়ে অফিস যাচ্ছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খান।

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর অফিস যাত্রা নিয়ে যথেষ্ট ব্যঙ্গের পর তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং পিটিআইয়ের নেতা আলি মুহাম্মদ খান দাবি করেন,  বানি গালায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয়ের ১৫ কিলোমিটার দূরত্ব পেরোতে হেলিকপ্টার যাত্রা অনেক সস্তার। এছাড়া, সড়কপথে প্রধানমন্ত্রীর কনভয়ে ৫-৭টা গাড়ি থাকেই। আকাশপথে সে বালাই নেই। প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে যাচ্ছেন মাত্র তিন মিনিটে। আবার সড়কপথে যাচ্ছেন না বলে রাস্তায় অন্য গাড়িকেও দাঁড়াতে হচ্ছে না। ফলে সব দিকেই সাশ্রয়।

আনন্দবাজার জানায়, মন্ত্রী-নেতার এমন যুক্তি শুনে দেশ জুড়ে সমালোচনা আরও বেড়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অগুস্তা ওয়েস্টল্যান্ডের এডব্লিউ১৩৯ হেলিকপ্টারে চড়েন ইমরান। হেলিকপ্টারে এক নটিক্যাল মাইল উড়তে বাংলাদেশি মুদ্রায় অন্তত ১০ হাজার ৮০০ টাকা খরচ। আর আকাশপথে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয় ৮ নটিক্যাল মাইল। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় মোট খরচ ৮৬ হাজার ৯৭৮ টাকা। আর গাড়িতে কিলোমিটার পিছু ভাড়া বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ ৩৬ টাকা। ফলে কনভয়ে ৭টা গাড়ি থাকলেও হেলিকপ্টারের খরচের ধারেকাছে আসে না।

সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবার পাকিস্তান সংবাদপত্রকে বলেছেন, ‘উড়ানের খরচ ছেড়েই দিন। হেলিকপ্টার স্টার্ট করতেই তো লাখ রুপি খরচ হয়। খরচ কমাতে চাইলে প্রধানমন্ত্রী বরং ‘জগিং’ করতে করতে সচিবালয়ে যান। প্রথম দিন তো সেভাবেই অফিসে গিয়েছিলেন।’

সোশ্যাল মিডিয়ায় আবার কারও কারও পরামর্শ, খরচ যখন এতই কম, সাধারণ মানুষের অফিস যাওয়ার জন্যও বরং হেলিকপ্টারই চালু করুন ইমরান।

নতুন প্রধানমন্ত্রী অবশ্য এত সমালোচনা সত্ত্বেও অচঞ্চল। অন্য দিনের মতো আজও হেলিকপ্টারে অফিস গিয়েছেন, রাওয়ালপিন্ডিতে সেনা সদরে বৈঠকও সেরে এসেছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com