logo
আপডেট : ৬ মে, ২০১৮ ১০:২১
গাজায় বিস্ফোরণ : ৬ ফিলিস্তিনি নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

গাজায় বিস্ফোরণ : ৬ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় এক বিস্ফোরণের ঘটনায় ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দেইর আল বালাহ শহরে কি কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়। হামাস সংগঠনের দ্য ইজিদিন আল কাসেম ব্রিগেডস এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা এর সঙ্গে সম্পৃক্ত না।

একটি ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে হারেতজ পত্রিকা জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় নিহতরা হামাস সংগঠনের সদস্য।

শনিবার ইসরায়েলের তরফ থেকে হামাসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা গ্যাস সরবরাহে আগুন ধরিয়ে দিয়েছে এবং ক্রসিং পয়েন্টে ক্ষতিসাধন করেছে। গাজার ওই এলাকা দিয়েই মানবিক সহায়তা পৌঁছায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com