logo
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৮ ১১:১৬
পাঁচ মিনিটেই চার্জ হবে ফোন
প্রথম বাংলাদেশ ডেস্ক

পাঁচ মিনিটেই চার্জ হবে ফোন

পাঁচ মিনিটেই চার্জ হবে ফোন। আর তাতে কথা বলা যাবে টানা ২ ঘণ্টা। ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ এই ফোনে নচ ডিসপ্লে রয়েছে। 

দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের ফোনের দাম ২৮ হাজার ৯৯০ টাকা। ৩১ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম ভার্সনে অপো এফ নাইন। 

৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের এই ফোনে অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে ব্যাকআপের জন্য ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। 

জনপ্রিয় অপো’র এফ সিরিজের সর্বশেষ আকর্ষণ ভিওওসি ফ্ল্যাশ চার্জিং এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন।

গ্রাহকদের একটি অনন্য অভিজ্ঞতা দিতে অপো’র উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে এফ নাইন হ্যান্ডসেটটি সাজানো হয়েছে। 

গ্র্যাডিয়েন্ট কালার সম্ভার- সানরাইজ রেড, টুয়ালাইট ব্লু এবং স্ট্যারি পার্পল রঙে ৩১ সেপ্টেম্বর থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। 

গ্রামীণফোনের গ্রাহকরা ফোনটি কিনে ব্যবহার করলে পাবেন ৫ জিবি মোবাইল ডাটা ফ্রি।

অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, অপো এফ নাইন অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ। আশা করছি, আমাদের সম্মানিত গ্রাহকরা স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা অর্জন করবেন।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com