logo
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৪৭
‘ভয় পাবেন না, এক ঝাঁক আইনজীবী আছি’
নিজস্ব প্রতিবেদক

‘ভয় পাবেন না, এক ঝাঁক আইনজীবী আছি’

সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে মামলা মোকাদ্দমায় পড়লে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য বিনামূল্যে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

শনিবার বিকালে নয়াপল্টনে দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভায় তিনি এ ঘোষণা দেন।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, ‘যুবদলের নেতাকর্মী আপনারা যারা আছেন, তাদের বলছি ভয় পাবেন না। আপনাদের সভাপতির একদিনে অনেক মামলায় জামিন হয়ে গেছে। বাকিগুলোও দ্রুত জামিন হবে। মামলা হলে আপনাদের একটা টাকাও লাগবে না। আমরা এক ঝাঁক আইনজীবী আছি।’

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশেও তিনি বলেন, ‘আপনাদের এক নেতাও কারাগারে ছিলো। সব মামলায় জামিন হয়েছে। আপনাদের কারো বিরুদ্ধে কোনো মামলা হলে একটা টাকাও খরচ হবে না। আমি আছি, সানাউল্লাহ মিয়া আছেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আছেন।’

বেগম খালেদা জিয়া শিগগিরই মুক্তি পাবেন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা দিয়েছে সরকার। এরমধ্যে ৩৪টিতে জামিন হয়ে গেছে। সরকার ষড়যন্ত্র না করলে তিনি অল্প দিনের মধ্যে জামিন পাবেন। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com