logo
আপডেট : ১০ মে, ২০১৮ ১৯:৪৭
বাজেট বাস্তবায়নের হার ৮৪.৫ হতে ৯২.৮ শতাংশ
প্রথম বাংলাদেশ ডেস্ক

বাজেট বাস্তবায়নের হার ৮৪.৫ হতে ৯২.৮ শতাংশ

বিগত পাঁচ বছরে সংশোধিত বাজেটের তুলনায় মোট বাজেট বাস্তবায়নের হার ৮৪.৫ হতে ৯২.৮ শতাংশের মধ্যে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ব্যয় ৮৯.৯ শতাংশ হতে ৯৩.০ শতাংশের মধ্যে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য নাজমুল হাসান, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল ওযাদুদ, ফরহাদ হোসেন এবং আখতার জাহান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, একই ফিডার পদধারী কনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীরর বেতন সমতাকরণ এবং বিভিন্ন লাইফ ইন্সুরেন্স কোম্পানির গ্রহকদের বীমার ম্যাচুরিটি চেক না পাওয়া প্রসঙ্গে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বিভিন্ন লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ২০১৭ সালের বীমার ম্যাচুরিটির দাবি পরিশোধের হার ৮৯.৭৭ শতাংশ।

কয়েকটি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহক হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কমিটি উদ্বেগ প্রকাশ এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণার প্রতিকারকল্পে একটি গণশুনানির আয়োজনের সুপারিশ করে।

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসার পরে ঢালাওভাবে ব্যাপকহারে ঋণদানের বিষয়টি খতিয়ে দেখে যে কোনো আর্থিক বিপর্যয়ের হাত থেকে ব্যাংকটিকে রক্ষার বিষয়ে সজাগ থাকতে সুপারিশ করা হয়। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com