২০১৮-২০২০ মেয়াদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৩৮ জন প্রার্থী। প্রাথমিকভাবে এদের মধ্যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে ১৯৮ জনের। আর ৪০ জনের মনোনয়নপত্র ডাবল পড়ায় তা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বায়রার ২০১৮-২০২০ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন পরিচালনা বোর্ডের এক সদস্য বলেন, ‘বায়রার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৯৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৪০ জনের প্রার্থিতা বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।’
বায়রার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ছিল আজ সোমবার। এই দিন সকাল ১০টা থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি নিরাপত্তা ঝুঁকির অভিযোগ থাকায় সকাল থেকেই তিন স্তরের নিরাপত্তা ছিল নিউ ইস্কাটনের বায়রার অফিসকে ঘিরে। র্যাব, পুলিশ ও বায়রার নিজস্ব নিরাপত্তা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। একই দিনে মনোনয়নপত্র বাছাই ও বৈধ ঘোষণা করার কার্যক্রম শেষ হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বায়রার প্রশাসক ওবায়দুল আজম ঢাকাটাইমসকে বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। আজ প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন শান্তিপূর্ণভাবে। আগামী ১৮ সেপ্টেম্বর বায়রার নির্বাচন। আশা করি সবকিছু শান্তিপূর্ণভাবেই হবে।’
সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতা মনসুর আহমেদ কালাম এ বিষয়ে বলেন, ‘সুষ্ঠুভাবেই বায়রা নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম শেষ হয়েছে। আশা করছি নির্বাচনের বাকি বিষয়গুলোও শান্তিপূর্ণভাবে শেষ হবে। আশা করছি বায়রার সব সদস্য তাদের ভোটাধিকার সুষ্ঠু পরিবেশে প্রয়োগ করতে পারবে।’
এ বিষয়ে জানতে চাইলে গণতান্ত্রিক ফ্রন্টের নেতা সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, ‘শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম শেষ হয়েছে।’