logo
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪৭
সিরিয়ায় ২০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল
প্রথম বাংলাদেশ ডেস্ক

সিরিয়ায় ২০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল

ইসরায়েল স্বীকার করেছে যে, গত দুই বছরে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ২০০ বারের বেশি হামলা চালিয়েছে তেল আবিব।

ইসরায়েলের গোয়েন্দামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, গত দুই বছরে ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে ২০০ বারের বেশি হামলা চালিয়েছে।

তিনি জানান, সামরিক সূত্র থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলেই তিনি তা প্রকাশ করলেন।

কাৎজ দাবি করেন, সিরিয়ার যেসব জায়গায় হামলা চালানো হয়েছে তার বেশিরভাগ জায়গায় ইরানি উপস্থিতি ছিল।

তিনি তার ভাষায় আরো বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কাজ করার জন্য ইরান সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করছে।

সিরিয়া এবং ইরান দীর্ঘদিন থেকেই বলে আসছে, সিরিয়ার মাটিতে ইরানি কোনো সামরিক ঘাঁটি নেই বরং চলমান সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে তেহরান শুধুমাত্র সামরিক উপদেষ্টা পাঠিয়ে দামেস্ককে সহযোগিতা করছে। সিরিয়ার অনুরোধেই সামরিক পরামর্শমূলক কাজ করছে ইরান।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সিরিয়া সফর করেছেন এবং দেশটিতে ইরানের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সিরিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও করেছে ইরান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com