logo
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৪৭
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: হর্ষবর্ধন
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: হর্ষবর্ধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের একান্তই অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বৈঠকটি একটি রুটিন ওয়ার্ক ছিল বলে জানান। তিনি বলেন, ‘বৈঠকে দুই দেশের মধ্যে চলমান একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সম্প্রতি শেষ হওয়া বিমসটেক সম্মেলন নিয়ে কথা হয়েছে।’

নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

সে কথা উল্লেখ করে হর্ষবর্ধন বলেন, ‘এবারের বিমসটেক শীর্ষ সম্মেলন অনেক সফল হয়েছে। সম্মেলনে এই অঞ্চলের নেতারা আঞ্চলিক উন্নয়নের জন্য বাণিজ্য, যোগাযোগসহ একাধিক খাতে একসঙ্গে কাজ করার জন্য সম্মত হয়েছে। এই বিষয়টি ইতিবাচক।’

আগামী সপ্তাহে বিদ্যুৎ যোগাযোগ ইস্যুতে দুই দেশের মধ্যে বড় ধরনের একটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হবে—এ তথ্য জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে ঢাকা-নয়াদিল্লি একসঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক ও নৌ যোগাযোগসহ একাধিক খাতের উন্নয়নে দুই দেশ কাজ করছে। এরই মধ্যে ভারত থেকে ৬০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিচ্ছে বাংলাদেশ।’

‘আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহের আরও একটি বড় কর্মকাণ্ডের উদ্বোধন করা হবে। ওই কাজের উদ্বোধনের পর আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আসবে বাংলাদেশে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com