logo
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১১:১২
মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার
প্রথম বাংলাদেশ ডেস্ক

মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ার নেগরি সেমবিলান এলাকা থেকে ৬৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন দপ্তর। তারা মানব পাচারের শিকার বলে ধারণা করছেন অভিবাসন কর্মকর্তারা।

মঙ্গলবার নেগরি সেমবালিনের বন্দর বারু নিলাই থেকে তাদের উদ্ধার করা হয়েছে। খবর স্টার অনলাইনের।

বিদেশি শ্রমিক সরবরাহকারী একটি কোম্পানির ডরমেটরি থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের পরিচালক দাতুকে সেরি মুস্তফার আলি জানান।

মুস্তফার আলি বলেন, ‘এসব শ্রমিকদের বেশিরভাগই এই কোম্পানির দ্বারা প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের তিন থেকে পাঁচ মাস কোনো বেতন দেয়া হয়নি। বরং বেতনের পরিবর্তে তাদেরকে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত লোন দেয়া হয়েছে’।

ওই কোম্পানির পরিচালনা পর্ষদের দুই পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন মুস্তাফার আলি।  এ সময় ৩৭৭টি পাসপোর্ট জব্দ করা হয়। এগুলোর বেশিরভাগই বাংলাদেশি। তবে এখন পর্যন্ত উদ্ধার করা ৬৫ বাংলাদেশির পরিচয় পাওয়া যায়নি। এছাড়া অভিযানের সময় সেখান থেকে চুক্তিপত্র, অর্থ প্রদানের রশিদসহ ৬১ ধরনের নথি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির স্বাক্ষরিত চুক্তির কপিও রয়েছে।

এসব পাসপোর্ট ও বাংলাদেশি উদ্ধারের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসী পাচার বিরোধী ও মাদক চোরাচালান আইন ২০০৭ এর অধীনে মামলাটির তদন্ত কাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মুস্তাফার আলি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com