logo
আপডেট : ১৬ মে, ২০১৮ ১০:০০
মধ্যপ্রাচ্যে রোজা শুরু বৃহস্পতিবার
অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার সদস্য শেইখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়া জানান, মঙ্গলবার সৌদিতে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

আজ সৌদির আকাশে রমজানের চাঁদ না দেখা যাওয়ায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হলো। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

এদিকে, বাংলাদেশে রোজা শুরুর তারিখ নির্ধারণে আজ (বুধবার) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সন্ধ্যা ৭টায় এই সভা শুরু হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com