logo
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩১
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব গ্রেপ্তার

চাঁদাবাজির এক মামলায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই রোকনউদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুলাল নামে এক ব্যক্তি মোজাম্মেল হকের বিরুদ্ধে গতকাল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা করেছেন। ওই মামলায় মোজাম্মেল হককে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com