logo
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:২২
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র
প্রথম বাংলাদেশ ডেস্ক

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র

ইমরান খানের পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার পাকিস্তান সফরে এসে ইমরান খান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমন কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বুধবার পাকিস্তান সফরে আসেন পম্পেও। এসময় তিনি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সেনা গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের ব্যাপারে পম্পেও বলেন, পাকিস্তানের সঙ্গে যেসব কারণে সম্পর্কের ঘাটতি হয়েছে তার সবই ঘটেছে দেশটির আগের সরকারের সময়ে। ফলে এই সরকারের সঙ্গে নতুনভাবে শুরু করতে চায় যুক্তরাষ্ট্র।

বৈঠক সম্পর্কে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সাহায্য বন্ধ রাখা ও আফগানিস্তানে শান্তিপ্রক্রিয়া নিয়ে পাক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন পম্পেও।

বৈঠকের পর ইমরান খান জানান, 'আমি সব সময়েই আশাবাদী। খেলোয়াড়কে সব সময়েই আশাবাদী হতে হয়। কারণ, মাঠে নেমে জেতার কথাই ভাবতে হয়'।

ইমরান খানের সঙ্গে বৈঠক শেষে পাকিস্তান থেকে ভারতে আসেন পম্পেও। ভারতের সঙ্গে রাশিয়ার অস্ত্র কেনার বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com