logo
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩১
পিয়ংইয়ংয়ে বৈঠকে বসছেন দুই কোরীয় নেতা
প্রথম বাংলাদেশ ডেস্ক

পিয়ংইয়ংয়ে বৈঠকে বসছেন দুই কোরীয় নেতা

পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে তৃতীয়বারের মত বৈঠক বসছেন দুই কোরীয় নেতা। আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

উত্তর কোরীয় নেতা কিম জং উন এর সঙ্গে বৈঠক উপলক্ষে উত্তর কোরিয়া সফর করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইন। এটি দুই কোরিয় নেতার মধ্যে তৃতীয় বৈঠক। এর আগে একই উদ্দেশ্যে দুই বার বৈঠকে মিলিত হয়েছেন তারা।

দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা চুং ইউ ইয়ং পিয়ংইয়ং পরিদর্শন করে বৃহস্পতিবার বৈঠকের এ সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুন জা ইনের ব্যক্তিগত চিঠি পৌঁছে দেন।

কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় উত্তর কোরিয়া অঙ্গিকারবদ্ধ বলে উল্লেখ করেছেন এসময় কিম। খবর কেসিএনএ'র। 

এর আগে চলতি বছর দুই কোরিয়ার সীমান্ত গ্রামে দিনব্যাপী দীর্ঘ বৈঠকে মিলিত হন মুন ও কিম। সেই বৈঠকের পরই পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণা দেন কিম। এই ঘোষণার পরই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন উত্তর কোরীয় নেতা। পরে দুই কোরিয় নেতার মধ্যে আবার বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে দুই কোরিয়ার ধারবাহিক বৈঠক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বৈঠকের পর যখন একে অপরের প্রতি অভিযোগ করে আসছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। ঠিক তখনই তৃতীয় বারের মত বৈঠক বসতে যাচ্ছেন দুই কোরীয় নেতা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com