logo
আপডেট : ১৭ মে, ২০১৮ ১২:০২
মঙ্গলে যাচ্ছে সাড়ে ন’‌য়ের ভারতীয় বালক
অনলাইন ডেস্ক

মঙ্গলে যাচ্ছে সাড়ে ন’‌য়ের ভারতীয় বালক

মঙ্গলে যাচ্ছে সাড়ে ন’‌বছরের ভারতীয় বালক। অবশ্য তার জন্য মহাকাশযানে চড়ে ভিনগ্রহে যাত্রা করতে হচ্ছে না তাকে। যাচ্ছে শুধু তার নাম। সাড়ে ন’‌বছরের প্রতীক জি কে–র সঙ্গে আরও ১ লক্ষ ৩৮ হাজার ৮৯৮ জন ভারতীয়র নাম পাঠানো হচ্ছে মঙ্গলগ্রহে। ইলেকট্রন বিমের সাহায্যে সিলিকন ইলেকট্রন মাইক্রোচিপে করে মঙ্গলে এই নাম পাঠানো হচ্ছে। নাসার মঙ্গল অভিযান কমিটির শিশুবিভাগ্যের সদস্য চেন্নাইয়ের প্রতীক। নাসার তরফে গোটা পৃথিবীতেই নাম পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছিল। সেই সময় সাড়া দিয়েছিল প্রতীক। ২০১৮ সালের ২৬ নভেম্বর মঙ্গলের ‘‌এলিসিয়াম প্লাটিনিয়া’‌ এলাকায় পৌঁছবে ইলেকট্রন বিম। মঙ্গল থেকে নানারকমের তথ্যও সংগ্রহ করা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com