logo
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২০
ইরাকে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১০
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইরাকে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১০

ইরাকের বসরায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের নতুন করে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। দেশটির স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং নিরাপত্তাবাহিনী জানায় বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়াও নিরাপত্তাবাহিনীর কয়েকজন সদস্য এতে আহত হয়।

আন্দোলনকারীরা বসরার স্থানীয় সরকার এবং রাজনৈতিক দলের ভবনে হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে ওই সুত্রে জানা যায়। গত সোমবার থেকে ছড়িয়ে পড়া বিক্ষোভে এ নিয়ে ১০ জন আন্দোলনকারী নিহত হলো।

উল্লেখ্য, দুর্নীতি, সরকারি সেবাখাতের শোচনীয় অবস্থা এবং পানি স্বল্পতা ইত্যাদির প্রতিবাদে ইরাকের দক্ষিণাঞ্চলীয় এই শহরে কয়েক মাস ধরেই বিক্ষোভ করে আসছে আন্দোলনকারীরা। গত সোমবার নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ইয়াসির মাক্কি নামের একজন আন্দোলকারী নিহত এবং ৬ জন আহত হওয়ার পর থেকে এ আন্দোলন ছড়িয়ে পড়ে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com